রাজধানীতে পৃথক ঘটনায় দুই তরুণের মরদেহ উদ্ধার

রাজধানীতে পৃথক ঘটনায় দুই তরুণের মরদেহ উদ্ধার

রাজধানীতে পৃথক ঘটনায় দুই তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) তাদের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার (২১ অক্টোবর) মৃতদেহ দুটি মধ্যে ধানমন্ডির লেক থেকে ভাসমান অজ্ঞাত পুরুষ (২৫) ও বনানী এলিভেটেড এক্সপ্রেসওয়ে সড়কের পাশ থেকে অজ্ঞাত পুরুষ (২৩) এর মরদেহ উদ্ধার করা হয়।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ।

ঢাকা বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বজলুর রশিদ জানিয়েছেন, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরতর জখম ছিল। ঢাকাগামী রংপুর এক্সপ্রেসের চলন্ত ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় পাওয়া যায়নি। 

অপর দিকে, ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান একই দিন সকালে ধানমন্ডির লেকের পানশি রেষ্টুরেন্টের পেছন থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত  একটি মরদেহ (২৫) উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের ধারণা পানিতে পরে গিয়ে মারা গেছেন ওই ব্যক্তি।

 

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin