রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা পিকআপভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২

রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা পিকআপভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২

রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর এলাকায় ট্রাকের ধাক্কায় পিকআপভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছেন।  

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিকআপভ্যানের চালক কুষ্টিয়া সদর উপেজেলার বারোখাদা ত্রিমোহনী গ্রামের মৃত মুনসুর আলী মোল্লার ছেলে নাজমুল আলী মোল্লা (৪২) ও হেলপার একই উপজেলার পশ্চিম মৌজমপুর উদিবাড়ি গ্রমের শাহিন শেখের ছেলে কাওছার শেখ হৃদয় (৩০)।

নিহত চালক নাজমুল আলী মোল্লার বড় ভাই বিল্লাল হোসেন মোল্লা জানান, নাজমুল ও কাওছার পিকআপভ্যানে কুষ্টিয়ার দৌলতপুর থেকে কাঁচামাল নিয়ে রাজধানী ঢাকার সাভারের গেন্ডা বাজারে যাচ্ছিলেন। পথে কল্যাণপুর এলাকায় এলে গাড়ির সামনের বাম পাশের চাকাটি পাংচার হয়ে যায়। এ সময় তারা সড়কের পাশে গাড়ি থামিয়ে স্পেয়ার চাকা লাগাচ্ছিলেন। হঠাৎ নাটোর থেকে ঢাকাগামী চাল বোঝাই একটি ট্রাক তাদের পিকআপভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এসময় তারা নিজেদের পিকআপভ্যানের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

আহলাদিপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, পেছন থেকে ট্রাকের ধাক্কায় পিকআপভ্যানের চালক ও হেলপার তাদের নিজেদের পিকআপভ্যানের চাকার নিচে চাপা পড়েন। পরে খবর পেয়ে রেকার দিয়ে পিকআপভ্যান সরিয়ে চাকার নিচ থেকে তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।  

তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে। নিহতদের লাশ তাদের পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরএ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin