পুতিনের নির্দেশে সম্ভাব্য পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি চলছে : ল্যাভরভ

পুতিনের নির্দেশে সম্ভাব্য পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি চলছে : ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে সম্ভাব্য রুশ পারমাণবিক পরীক্ষার বিষয়ে প্রস্তাব তৈরির কাজ চলছে। শনিবার (৮ নভেম্বর) রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে। এ থেকেই স্পষ্ট হয়ে উঠেছে যে, রাশিয়ার শীর্ষ কূটনীতিক পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এখনও তার পদে বহাল আছেন। লাভরভ তার পদে আছেন কিনা, তা নিয়ে বেশ কয়েক দিন ধরে জোর জল্পনা চলছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও মাকিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

তাসের প্রতিবেদনে ল্যাভরভ বলেন, ‘৫ নভেম্বর নিরাপত্তা পরিষদের বৈঠকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে নির্দেশ দিয়েছেন, তা বাস্তবায়নের জন্য গৃহীত হয়েছে এবং এর ওপর কাজ চলছে। ফলাফল সম্পর্কে জনসাধারণকে জানানো হবে।’

এই নির্দেশ আসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক ঘোষণার পর, যেখানে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র আবারও পারমাণবিক পরীক্ষা চালু করবে।

তাস আরও জানিয়েছে, ল্যাভরভ বলেছেন, রাশিয়া এখন পর্যন্ত ট্রাম্পের এই নির্দেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনও ব্যাখ্যা পায়নি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক তীব্রভাবে অবনতি ঘটেছে। ইউক্রেন যুদ্ধ শেষ করার পথে অগ্রগতি না হওয়ায়, ক্ষুব্ধ ট্রাম্প, পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছেন এবং জানুয়ারিতে হোয়াইট হাউজে ফেরার পর প্রথমবারের মতো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

এদিকে গত বুধবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠকে অনুপস্থিত ছিলেন ল্যাভরভ। এর পর থেকেই তার পদে বহাল থাকা নিয়ে প্রশ্ন ওঠে।

তবে শুক্রবার ল্যাভরভের অনুপস্থিতি ঘিরে চলা জল্পনাকে কিছুটা শান্ত করতে চেষ্টা করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি সাংবাদিকদের বলেন, ‘এসব প্রতিবেদনের কোনও সত্যতা নেই। ল্যাভরভ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন, এতে কোনও সন্দেহ নেই।’

Comments

0 total

Be the first to comment.

ইইউ বা ন্যাটো রাষ্ট্রে হামলার ইচ্ছা নেই রাশিয়ার: পররাষ্ট্রমন্ত্রী BanglaTribune | রাশিয়া

ইইউ বা ন্যাটো রাষ্ট্রে হামলার ইচ্ছা নেই রাশিয়ার: পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশের ইইউ বা ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোর ওপর হাম...

Sep 28, 2025

More from this User

View all posts by admin