পতিত স্বৈরাচারের দোসররা পূজায় বিশৃঙ্খলা করে আন্তর্জাতিক ফায়দা লুটতে চেয়েছিল: খোকন

পতিত স্বৈরাচারের দোসররা পূজায় বিশৃঙ্খলা করে আন্তর্জাতিক ফায়দা লুটতে চেয়েছিল: খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে পূজামণ্ডপে নাশকতা ও দুর্ঘটনা প্রতিরোধে নিরাপত্তা দিতে নেতাকর্মীরা কাজ করেছেন।

তিনি বলেন, আমরা খবর পেয়েছি পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসররা গভীর চক্রান্তে লিপ্ত ছিল।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদী শহরের বাগ বিতান ক্লাবে দুর্গাপূজা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

খোকন আরও বলেন, বিএনপি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে। আমরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করি। এই দেশের সব ধর্মের মানুষের একটি পরিচয়, আমরা বাংলাদেশি। আমরা চাই না কাউকে সংখ্যালঘু বা সংখ্যাগুরু পরিচয়ে বৈষম্যের শিকার হতে হোক। সবার সাংবিধানিক অধিকার রয়েছে, আর এ অধিকার যেন কেউ কেড়ে নিতে না পারে। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে চাই। আমরা আগে যেমন পাশে ছিলাম, ভবিষ্যতেও তাদের পাশে থাকব।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি হারুন অর রশিদ, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, নরসিংদী জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দীপক কুমার বর্মন প্রিন্স, সদস্য সচিব মিঠু রঞ্জন ধরসহ অনেকে।

এমজে/এমজে

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin