টোকিওর আজিনোমোতো স্টেডিয়ামে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছে জাপান। স্বাগতিকদের বিপক্ষে প্রথম বারের মত হারের স্বাদ পেল পাঁচ বারের চ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে গোলের সম্ভাবনা জাগাচ্ছিল। তবে শুরুর ধাক্কা সামলে প্রতি আক্রমণে এগিয়ে যায় ব্রাজিল। ম্যাচের ২৬ মিনিটে দলকে লিড এনে দেন হেনরিখ। এর মিনিট ছয়েক পরই ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। ২-০ গোলের লিডে থেকে বিরতিতে যায় বিশ্বকাপের সর্বাধিক চ্যাম্পিয়নরা।
বিরতির পরই দারুণভাবে ঘুরে দাঁড়ায় জাপান। ৫২ মিনিটে মিনামিনোর কল্যাণে এক গোল শোধ দেয় স্বাগতিকরা। এরপর জাপানকে সমতায় ফেরান কেইতো নাকামুরা। কিছুক্ষণ পরই দলকে লিড এনে দেন আয়াশি উদেয়া। শত চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি ব্রাজিল।
/এএম