বিসিবির নির্বাচনে অংশ নিতে পারবে না তদন্তে থাকা আলোচিত ১৫ ক্লাব

বিসিবির নির্বাচনে অংশ নিতে পারবে না তদন্তে থাকা আলোচিত ১৫ ক্লাব

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশ নিতে পারবে না দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে থাকা আলোচিত ১৫টি ক্লাব।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুদকের তদন্তে অভিযুক্ত হওয়ার পর সেই ক্লাবগুলোকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

খসড়া ভোটার তালিকা থেকেও বাদ দেয়া হয়। পরে আপিল করলে আবারও বিসিবি নির্বাচনে ভোটাধিকার বৈধতা দেয়া হয় এই ১৫টি ক্লাবকে।

আজ ক্লাবগুলোর ভোটাধিকারের বৈধতা চ্যালেঞ্জ করেন সাবেক বিসিবি সভাপতি ও আসন্ন নির্বাচনে পরিচালক পদপ্রার্থী ফারুক আহমেদ।

হাইকোর্টের রায়ে আবারও বাদ দেয়া হয়েছে আলোচিত এই ১৫টি ক্লাবকে। এতে বাতিল হয়ে যায় ইফতেখার রহমান মিঠু, মঞ্জুরুল আলমসহ অন্তত ৪–৫ জন পরিচালকের কাউন্সিলরশিপ। তাই আপাতত আর নির্বাচনে অংশ নিচ্ছেন না বর্তমান পরিচালক ইফতেখার মিঠু।

/এসআইএন

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin