প্রতিবন্ধী পুরস্কার পাচ্ছেন ১০ প্রতিবন্ধী ব্যক্তি

প্রতিবন্ধী পুরস্কার পাচ্ছেন ১০ প্রতিবন্ধী ব্যক্তি

৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস রাজধানী ঢাকাসহ সারা দেশব্যাপী উদযাপিত হবে আগামী ৩ ডিসেম্বর। দিবসটি উদযাপন উপলক্ষে পাঁচ ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে ১০ জন সফল প্রতিবন্ধী ব্যক্তিও আছেন। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

জাতিসংঘ ঘোষিত এবারের প্রতিপাদ্য ‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাঁচ ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে ১০ জন সফল প্রতিবন্ধী ব্যক্তি, প্রতিবন্ধিতা উত্তরণে কাজ করেন এমন ৩ জন ব্যক্তি, প্রতিবন্ধিতা উত্তরণে কাজ করেন এমন ৩টি প্রতিষ্ঠান, প্রতিবন্ধীদের সফল দুজন পিতা-মাতা এবং দুজন সফল কেয়ার গিভার।

আগামী ৩ ডিসেম্বর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। এদিন সকাল সাড়ে ৯টায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ক্যাম্পাসে এর উদ্বোধন হবে।

এছাড়া, দিবসের তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় স্ক্রলে এ দিবসের প্রতিপাদ্য প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং গণসচেতনতা বৃদ্ধির লক্ষে মোবাইল ফোন অপারেটরদের বার্তা পাঠানো হবে। জাতীয় দৈনিক পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশিত হবে।

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ক্যাম্পাসে এ দিবস উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে। এ মেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের নিজ উদ্যোগে বিভিন্ন উৎপাদিত পণ্য প্রদর্শিত হবে এবং এ মেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের মিলবন্ধন হবে।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin