পৃথিবীর সঙ্গে সেলফি তুললো চীনা মহাকাশযান

পৃথিবীর সঙ্গে সেলফি তুললো চীনা মহাকাশযান

চীনের মহাকাশ সংস্থা সিএনএসএ প্রকাশ করেছে এক বিরল দৃশ্য। সম্প্রতি চীনের মনুষ্যবিহীন নভোযান থিয়েনওয়েন-২ প্রোবের ক্যামেরায় ধরা পড়েছে নীলাভ পৃথিবী।

প্রোবটির রোবোটিক বাহুতে স্থাপিত মনিটরিং ক্যামেরায় তোলা ছবিতে চীনের পাঁচ তারকাখচিত লাল পতাকা, সাদা রিটার্ন ক্যাপসুল এবং বহুদূরে ঝলমল করছে নীল পৃথিবী।

সিএনএসএ জানিয়েছে, থিয়েনওয়েন-২ এখন পৃথিবী থেকে প্রায় ৪ কোটি ৩০ লাখ কিলোমিটার দূরে। এর লক্ষ্যবস্তু হলো গ্রহাণু ২০১৬এইচও৩ থেকে প্রায় সাড়ে চার কোটি কিলোমিটার দূরে।

প্রোবটি ইতোমধ্যে সফলভাবে একাধিক কক্ষপথ-পরীক্ষা সম্পন্ন করেছে, যার মধ্যে রয়েছে স্যাম্পলিং যন্ত্রপাতি মোতায়েন এবং ইলেকট্রনিক যন্ত্রের পরীক্ষা। সব সিস্টেম স্বাভাবিকভাবে কাজ করছে এবং বৈজ্ঞানিক যন্ত্রগুলো মহাশূন্য পরিবেশের গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ শুরু করেছে বলে জানিয়েছে সিএনএসএ।

গত ২৯ মে উৎক্ষেপিত এই প্রোব হলো চীনের প্রথম গ্রহাণু-নমুনা সংগ্রহ মিশন। দশকব্যাপী এই অভিযানের মূল লক্ষ্য—২০১৬এইচিও৩ থেকে নমুনা সংগ্রহ এবং পরে ধূমকেতু ৩১১পি নিয়ে অনুসন্ধান চালানো।

সূত্র: সিএমজি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin