পরীক্ষার আগেই রিপোর্ট তৈরি, ৩ ডায়াগনস্টিক মালিককে জরিমানা 

পরীক্ষার আগেই রিপোর্ট তৈরি, ৩ ডায়াগনস্টিক মালিককে জরিমানা 

রোগীর পরীক্ষার আগেই রিপোর্ট তৈরিসহ ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় ডায়াগনস্টিক মালিকদের ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের স্টেডিয়াম রোডে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে।

তিনি বলেন, স্টেডিয়াম রোড ও আদালত পাড়া এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্যাথলজিতে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট পাওয়া এবং টেস্টের আগেই রেডি বিভিন্ন মেডিকেল রিপোর্ট পাওয়ায় নিউ ইসলামিয়া প্যাথলজি অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার মালিককে ৫০ হাজার টাকা, ফিজিসিয়ান স্যাম্পল পাওয়ায় এবং মেডিকেল পরীক্ষার কিট ক্রয়ের প্রয়োজনীয় ডকুমেন্টস না থাকায় পিয়ারলেস ডক্টরস পয়েন্টকে ৫ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় জাহাঙ্গীর খানকে ৫ হাজার টাকাসহ মোট ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।  

অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কাজ থেকে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।  

যৌথ বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা দিয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

আরএ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin