প্রধান উপদেষ্টাকে বিএনপির ধন্যবাদ

প্রধান উপদেষ্টাকে বিএনপির ধন্যবাদ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা পুনর্ব্যক্ত করায় ধন্যবাদ জানিয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দলের জাতীয় স্থায়ী কমিটির সভায় কমিটির পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানানো হয়।

সভা শেষে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় মির্জা ফখরুল বলেন, ‘আজ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা পুনর্ব্যক্ত করায় এবং সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের ঘোষণা দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভা তাকে (প্রধান উপদেষ্টা) ধন্যবাদ জানায়।’

এ দিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত স্থায়ী কমিটির জরুরি বৈঠক করেন তারেক রহমান।

স্থায়ী কমিটির বৈঠকের বিষয়ে বিএনপির মহাসচিব জানান, সভায় গত ১৭ অক্টোবর ঐক্যমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের ওপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট অনুষ্ঠানের এবং যথাশীঘ্র জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়।

আরও পড়ুন- সরকারের ডাকে সাড়া দেবে বিএনপি, আরও সহনশীল হওয়ার চিন্তা

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin