চট্টগ্রাম: মীরসরাই উপজেলার প্রবাসী মো.হারুন হত্যা মামলার প্রধান আসামি শাহিন আলমকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
শাহিন আলম (৩০) উপজেলার মধ্যম তালবাড়ীয়া এলাকার মো.হালিমের ছেলে।
র্যাব-৭ সূত্র জানিয়েছে, নিহত মো.হারুন (৪৫) প্রবাসী ছিলেন। তিনি চলতি বছরের ৩০ এপ্রিল তিন মাসের ছুটিতে দেশে আসেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, প্রবাসী মো.হারুন হত্যার প্রধান আসামি শাহিন আলম নওগাঁ জেলার পত্নীতলা থানা এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে অভিযান চালিয়ে পত্নীতলা থানার মহেশপুর কদমকুড়ি এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তাকে মীরসরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমআই/টিসি