আইপিএল বাদ দিয়ে অন্য লিগ বেছে নেওয়ার ঘটনা সচরাচর চোখে পড়ে না। এবার সেই কাজটাই করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ দু প্লেসি। আগামী বছর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে ২০২৬ আইপিএলের নিলাম থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। আবুধাবিতে আইপিএল নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা ১৬ ডিসেম্বর।
৪১ বছর বয়সী দু প্লেসিকে গত নভেম্বরে ছেড়ে দেয় দিল্লি ক্যাপিটালস। গত মৌসুমে দলটির হয়ে ৯ ম্যাচে ১২৩.৯২ স্ট্রাইক রেটে ২০২ রান করেছিলেন তিনি।
এর আগে তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। খেলেছেন বিলুপ্ত হওয়া রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে। এরপর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন তিন মৌসুম। গত মৌসুমে ২ কোটি রুপির ভিত্তিমূল্যে তাকে দলে নিয়েছিল দিল্লি।
দু প্লেসি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘১৪ মৌসুম আইপিএলে খেলার পর এবার আমি নিলাম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বড় একটি সিদ্ধান্ত, তবে পেছনে তাকালে কৃতজ্ঞতায় নুয়ে পড়ি।’
পিএসএলে নতুন পরিবেশে তরুণদের সঙ্গে খেলতে মুখিয়ে আছেন বলে জানান তিনি, যদিও ভবিষ্যতে আইপিএলে ফেরার সম্ভাবনা উড়িয়ে দেননি, ‘ভারত আমার হৃদয়ের খুব কাছের, এটাকে বিদায় বলবো না। আবার দেখা হবে।’
পিএসএলে এর আগেও খেলেছেন দু প্লেসি। ২০১৯ সালে পেশোয়ার জালমি এবং ২০২০ সালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলেছেন তিনি।