পিআর পদ্ধতিতে নির্বাচন দিয়ে ফ্যাসিস্ট শক্তির উত্থান প্রতিহত করতে হবে : কামাল হোসেন

পিআর পদ্ধতিতে নির্বাচন দিয়ে ফ্যাসিস্ট শক্তির উত্থান প্রতিহত করতে হবে : কামাল হোসেন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে অতীতের মতো একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হবে, যার ফলশ্রুতিতে আবারও ফ্যাসিস্ট শক্তির উত্থান ঘটবে। জাতি আর কোনো ফ্যাসিস্ট শাসন দেখতে চায় না।

তিনি আরও বলেন, আমরা চাই প্রতিটি ভোটারের ভোটের মূল্যায়ন হোক। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য, রাজনীতিতে পেশীশক্তির ব্যবহার ও রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ হবে। নতুন ধারার রাজনীতির চর্চা শুরু হবে, যা জাতিকে একটি কল্যাণ রাষ্ট্র উপহার দিতে সক্ষম হবে।

বুধবার (১৫ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনাপাড়া থানা উদ্যোগে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় ৬৪ নম্বর ওয়ার্ডের মোমেনবাগ ও বাগিচা এলাকার স্থানীয়দের সঙ্গে। সভার মূল প্রতিপাদ্য ছিল—‘আধুনিক, নিরাপদ, পরিবেশবান্ধব ও মানবিক ঢাকা-৫ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা। ’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ কামাল হোসেন। উঠান বৈঠকে তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে সংসদের উভয় কক্ষের নির্বাচন, অবাধ-সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার, এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ও তাদের বিচারের মুখোমুখি করা— এই ৫ দফা দাবি বাস্তবায়িত হলে নতুন বাংলাদেশ গঠনের পথ উন্মুক্ত হবে।

তিনি আরও বলেন, এই ৫ দফা বাস্তবায়ন ছাড়া জনগণের মৌলিক পাঁচটি অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই জাতীয় ৫ দফা দাবি মেনে নিতে হবে।

ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও কোনাপাড়া থানা আমীর আকতারুজ্জামান চয়ন বৈঠকের সভাপতিত্ব করেন। যৌথভাবে পরিচালনা করেন থানা কর্মপরিষদ সদস্য ও মোমেনবাগ ওয়ার্ড সভাপতি হারুন রশিদ।

সভায় আরও উপস্থিত ছিলেন— থানা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, ৬৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইমাম হোসেন মিরাজ, থানা কর্মপরিষদ সদস্য খন্দকার সামদানী, মাস্টার তারিকুল ইসলাম, মাওলানা শরীফুল ইসলাম, মাওলানা মীর আল আমিন, ইঞ্জিনিয়ার ইমামুল হক, থানা শূরা সদস্য মাস্টার নাসির উদ্দিন, যুব ওয়ার্ড সভাপতি মনজিল মাহমুদ এবং ৬৪ উত্তর ওয়ার্ড সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহ প্রমুখ।

টিএ/এমজে

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin