এশিয়ান কাপ বাছাইপর্বের ফিরতি ম্যাচে হংকংয়ের বিপক্ষে ০-১ গোলে পিছিয়ে বিরতিতে গেছে বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে এগিয়ে থাকার স্বস্তি নিয়ে সাজধরে ফিরেছে স্বাগতিকরা।
গোলশুন্য অবস্থায় চলছিল ম্যাচ। তবে ছন্দহীন ম্যাচে হঠাৎ প্রাণ ফিরে এলো হংকংয়ের গোলে। ম্যাচের ৩৫ মিনিটে বাঁ পাশ দিয়ে গড়া হংকংয়ের আক্রমণ ঠেকাতে গিয়ে ফার্নান্দোকে ডি-বক্সের ভেতর ফাউল করে বসেন তারিক কাজী। হলুদ কার্ড দেখেন তিনি আর রেফারি বাজান পেনাল্টির বাঁশি। স্পট কিক থেকে ম্যাথিউ ওরের গোলে এগিয়ে যায় হংকং।
ম্যাচে শুরুর একাদশে খেলছেন শমিত সোম ও জায়ান আহমেদ। নেই জামাল ভুঁইয়া। অধিনায়ক হিসেবে ফিরেছেন ডিফেন্ডার তপু বর্মণ। আর গোলরক্ষক মিতুল মারমায় আস্থা রেখেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।
এছাড়া লেফট ব্যাক ও রাইট ব্যাকে খেলছেন শাকিল আহাদ তপু ও সাদ উদ্দিন। মিডফিল্ডে হামজা চৌধুরী ও সোহেল রানা। আক্রমণভাগে শেখ মোরসালিন ও রাকিব হোসেন। ডিফেন্সে তপুর সঙ্গী তারিক কাজী।
এর আগে, ঘরের মাঠে শেষ মুহূর্তের গোলে হংকংয়ের কাছে ৪-৩ গোলে হেরেছিল বাংলাদেশ। আসরে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই হামজা-জামালদের সামনে।
/এএম