ডিসেম্বরে ভারত সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। আইসিসির ভবিষ্যৎ সফর সূচির (এফটিপি) অংশ হিসেবে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার দিনক্ষণ প্রায় চূড়ান্তই ছিল। কিন্তু সবশেষ খবরে জানা গেছে, সিরিজটি স্থগিত হওয়ার সম্ভাবনাই এখন প্রবল।
ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআই–এর এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে সফরটি এখনও অনুমোদন পায়নি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বলছে, ভারতীয় বোর্ডের পক্ষ থেকে তাদের কাছে এখনো কোনও আনুষ্ঠানিক বার্তা আসেনি।
ট্যুর পরিকল্পনায় যুক্ত এক বিসিবি কর্মকর্তা জানিয়েছেন, ‘স্থগিতের বিষয়ে বিসিসিআই এখনও কিছু জানায়নি। আমরা শুধু সংবাদ দেখেছি, আনুষ্ঠানিক কোনও যোগাযোগ পাইনি। কী হয়, সেটাই এখন দেখছি।’
দুই বোর্ডের কেউ আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও প্রশাসনিক জটিলতা ও সরকারী পর্যায়ে দুই দেশের বর্তমান সম্পর্কের প্রেক্ষাপটই আলোচনাকে শ্লথ করে দিয়েছে বলে জানা গেছে। যার প্রভাব পড়েছে সূচি, ভেন্যুসহ বিভিন্ন বিষয় চূড়ান্তকরণ প্রক্রিয়ায়।
এর আগে ভারতীয় পুরুষ দলের বাংলাদেশ সফরও পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়েছে।