পদ্মরাগের ৪ বগি লাইনচ্যুত, রংপুর-ঢাকা রেল যোগাযোগ বন্ধ

পদ্মরাগের ৪ বগি লাইনচ্যুত, রংপুর-ঢাকা রেল যোগাযোগ বন্ধ

রংপুর: সান্তাহার থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ লোকাল ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রংপুর অঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে রংপুরের পীরগাছা রেলওয়ে স্টেশন থেকে ছাড়ার মাত্র ৩০০ গজ দূরে ট্রেনটি লাইনচ্যুত হয়।

লাইনচ্যুত হওয়ার কারণে রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, বগুড়া, নাটোরসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে ঢাকামুখী আন্তঃনগর ট্রেনও চলাচল করতে পারছে না। ফলে রংপুর অঞ্চলসহ উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। অনেকেই নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা রেলওয়ে স্টেশনের মাস্টার জেনারুল ইসলাম। তিনি জানান, দ্রুত সময়ের মধ্যে উদ্ধার কাজ শুরু হবে।

এসআরএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin