পাহাড়ে সড়ক অবরোধ ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত

পাহাড়ে সড়ক অবরোধ ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত

খাগড়াছড়ি: স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলায় চলা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে আগামী ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত করেছে জুম্ম ছাত্র জনতা।

মূলত শারদীয় দুর্গোৎসব এবং ৮ দফা দাবি বাস্তবায়নে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ কর্মসূচি স্থগিতের কথা জানানো হয়।  

জুম্ম ছাত্র জনতা'র প্রতিনিধি কৃপায়ন ত্রিপুরা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।

অবরোধকে কেন্দ্র করে গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও গুইমারায় সহিংসতার ঘটনায় তিনজন নিহত ও অনেকে আহত হন। গুইমারায় রামসু বাজারসহ বহু ঘরবাড়ি ও অফিসে অগ্নিসংযোগ করা হয়।

মঙ্গলবার দুপুরে গুইমারায় সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন এবং অবরোধ প্রত্যাহার করা হলে ১৪৪ ধারা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। এদিকে এখনও খাগড়াছড়ি ও গুইমারায় ১৪৪ ধারা বহাল রয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে ১৪৪ ধারা তুলে নেয়ার কথা জানান।

সেনাবাহিনীর খাগড়াছড়ি ও গুইমারা রিজিয়ন কমান্ডার ঘটনার উসকানি এবং পাহাড়ি নারী ও কোমলমতি শিক্ষার্থীদের সামনে রেখে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করার জন্য ইউপিডিএফকে দায়ী করেছেন। তারা আজ পৃথক ব্রিফিংকালে এসব অভিযোগ করেন।

প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর জেলা সদরের সিঙ্গিনালায় স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ তুলে সড়ক অবরোধ আহ্বান করে পাহাড়ি সংগঠনটি।

এডি/আরআইএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin