পাহাড়ে অশান্ত করে দেশের শান্তি শৃঙ্খলা ধ্বংস করতে চায় হিন্দুস্তান: জাগপা

পাহাড়ে অশান্ত করে দেশের শান্তি শৃঙ্খলা ধ্বংস করতে চায় হিন্দুস্তান: জাগপা

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান বলেছেন, আমাদের দেশের পার্বত্য অঞ্চলকে অশান্ত করে দেশের শান্তি শৃঙ্খলা ধ্বংস করতে চায় হিন্দুস্তান। সীমান্ত দিয়ে নকল জাল নোট প্রবেশ করানো হচ্ছে।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাগপা ঢাকা মহানগর আয়োজিত জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার, আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ সাত দফা দাবিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভারত যখন তাদের নিরাপত্তার প্রয়োজনে সীমান্তের পাহাড়ি এলাকাগুলোতে অতিরিক্ত সেনা ক্যাম্প বসিয়েছে তখন আমার দেশের সীমান্ত অরক্ষিত কেন? দেশবাসী জানতে চায়, কাদের ইশারায় কোন সংস্থাকে খুশি করার জন্য পার্বত্য অঞ্চলে এখনো পর্যাপ্ত সেনা ক্যাম্প বৃদ্ধি করা হয়নি?

‎‎জুলাই সনদের আইনি ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের কতিপয় ভারতপন্থি সুশীলদের কারণে জুলাইয়ের আইনি ভিত্তি চূড়ান্ত করা বাধাগ্রস্ত হচ্ছে। একইসঙ্গে জুলাই সনদের আইনি ভিত্তি অন্তর্বর্তী সরকারের কতিপয় উপদেষ্টার সাম্প্রতিক কর্মকাণ্ড সন্দেহজনক মনে হচ্ছে। অবিলম্বে জুলাই শহীদদের সাংবিধানিক স্বীকৃতি এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন করতে হবে।

সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর জাগপা সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম হাসু বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের সাথে বেইমানি করা যাবে না। জুলাই সনদের আইনি ভিত্তি লাগবে। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার, জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের দোসরদের বিভিন্ন ষড়যন্ত্রকে রুখতে হবে। হিন্দুস্তানের সাথে শেখ হাসিনার সব অসম চুক্তি বাতিল করতে হবে।   ‎ ‎জাগপা ঢাকা মহানগর সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম হাসুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাব্বির আলমের পরিচালনায় বক্তব্য রাখেন শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুল, যুব জাগপার সাধারণ সম্পাদক ইঞ্জি. মুহাম্মদ সিরাজুল ইসলাম, ঢাকা মহানগর জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম প্রমুখ।

টিএ/এএটি

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin