পাবনার ভাঙ্গুড়া উপজেলার কৈডাঙ্গা গ্রামে নকল দুধ তৈরির একটি কারখানায় অভিযান পরিচালনা করেছে প্রাণিসম্পদ অধিদফতর। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নকল দুধ তৈরির উপকরণ উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিক আবুল বাশার পলাতক থাকায় তার স্ত্রী সেলিনা খাতুনকে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং পুলিশকে মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেন।
উপজেলা লাইভস্টক কর্মকর্তা ডা. রুমানা আক্তার জানান, সকালে সন্দেহভাজন কারখানার আশপাশে অবস্থান নিয়ে তারা নকল দুধ উৎপাদনের প্রমাণ পান। পরে পুলিশ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে খবর দিলে দুপুরে মোবাইল কোর্ট পরিচালিত হয়। জব্দ করা সব উপকরণ ধ্বংস করা হয়।
উপজেলা স্যানিটারি ইনস্পেক্টর নুরুল ইসলাম জানান, কারখানাটি কৈডাঙ্গা রেলগেটের পাশে। অভিযানকালে ১,২০০ লিটার লিকুইড গ্লুকোজ (জেলি), ১৪৭ লিটার সয়াবিন তেল, ১০০ কেজি লবণ, ২১০ কেজি পাম অয়েল, ৬০ লিটার নকল দুধ এবং ৩০ লিটার প্রক্রিয়াধীন কৃত্রিম দুধ জব্দ করা হয়।
প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম বলেন, উদ্ধারের সব উপকরণই নকল দুধ তৈরির কাজে ব্যবহার হতো।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, কারখানার মালিক আবুল বাশার পালিয়ে যাওয়ায় সহযোগী হিসেবে তার স্ত্রীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি জব্দ করা সব উপকরণ নষ্ট করা হয়েছে।