দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ায় গাড়ির প্রতিযোগিতা অনুষ্ঠানের সময় জনতার ভিড়ে একটি গাড়ি ঢুকে পড়ে। এতে ৯ জন আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) রাতে ওয়ালচা শহরে এ ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
এক বিবৃতিতে নিউ সাউথ ওয়েলস পুলিশ জানায়, ওয়ালচা শহরে অনুষ্ঠিত একটি রেসের সময় অংশগ্রহণকারী একটি গাড়ি বেড়া ভেঙে গ্যালারিতে উঠে যায়।
বার্ষিক ওয়ালচা মোটরসাইকেল র্যালির অংশ হিসেবে অনুষ্ঠিত এই রেসটি ছিল একটি গাড়ির প্রতিযোগিতা—এ ধরনের মোটরস্পোর্টে চালকেরা ইচ্ছাকৃতভাবে তাদের যানবাহন একে অপরের সঙ্গে ধাক্কা দেন।
পুলিশ জানিয়েছে, আহত দর্শকদের বয়স ২০ থেকে ৭৫ বছরের মধ্যে। গুরুতর আহত ব্যক্তি হলেন ৫৪ বছর বয়সি এক ব্যক্তি।
ঘটনার তদন্ত চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির আগে প্রতিযোগিতার সময় ২৭ বছর বয়সি চালকের গাড়ির সাথে আরেকটি গাড়ির সংঘর্ষ হয়েছিল বলে তাদের জানানো হয়েছে।
ওয়ালচা মোটরসাইকেল র্যালির ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে ওয়ালচা কাউন্সিল বলেছে, তারা “এই দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় হতবাক ও মর্মাহত”।
কাউন্সিল বলেছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করবে।
তদন্ত শেষ হওয়ার আগে কোনও মন্তব্য করা অনুচিত হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
উত্তর টেবলল্যান্ডস অঞ্চলের পার্লামেন্ট সদস্য ব্রেন্ডান ময়লান ঘটনাস্থলে জরুরি সেবা কর্মী ও অন্যান্যদের দ্রুত ও অত্যন্ত পেশাদারি কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন।
সাবেক উপপ্রধানমন্ত্রী ও বর্তমান নিউ ইংল্যান্ডের আইনপ্রণেতা বার্নাবি জয়েস তার ফেসবুকে লিখেছেন, দুর্ঘটনায় আহতদের প্রতি তার চিন্তা, প্রার্থনা ও আশা রয়েছে।