অস্ত্র মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

অস্ত্র মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

চট্টগ্রাম: নগরের পাহাড়তলী থানার অস্ত্র মামলায় মো.ইফতেখার আলম রাহাত (২৭) নামে এক যুবকের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।  

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনীরার আদালত এই রায় দেন।

মো. ইফতেখার আলম রাহাত, ফেনী জেলার ফেনী সদর থানার ফরহাদনগর এলাকার ২ নম্বর ওয়ার্ড কুনু মেম্বারর বাড়ির মো. নিজাম উদ্দীনের ছেলে।  

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বাংলানিউজকে বলেন, ছয়জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে অস্ত্র মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি ইফতেখার আলম রাহাতকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মামলার নথি থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ ফেব্রুয়ারি নগরের পাহাড়তলী থানার উত্তর সরাইপাড়া বঙ্গবন্দু গলি মুজিব কোম্পানীর রিকশার গ্যারেজের পিছনে এরশাদ মামুনের খালি জায়গায় থেকে মো. ইফতেখার আলম রাহাতকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল ও ১টি খালি ম্যাগজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় তৎকালীন পাহাড়তলী থানার উপরিদর্শক (এসআই) সৈয়দ মাইউদ্দিন আহমেদ ফয়সাল বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে একই মাসের ২৭ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন একই থানার এসআই মোহাম্মদ ছায়েম। ওই বছরের ৪ জুলাই আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু আদেশ দেন।  

এমআই/পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin