অসহ্য যন্ত্রণায় হৃদয় ভেঙে গেছে: থালাপতি বিজয়

অসহ্য যন্ত্রণায় হৃদয় ভেঙে গেছে: থালাপতি বিজয়

ভারতের তামিলনাড়ুতে অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে অন্তত ৩৯ জন প্রাণ হারিয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বহু আহত।

ঘটনার পর টুইটারে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি। দুঃখ প্রকাশ করেছেন সুপারস্টার রজনীকান্তসহ কংগ্রেস নেতা রাহুল গান্ধি।

এবার এ ব্যাপারে মুখ খুললেন তারকা নিজেই। এক টুইটে থালাপতি বিজয় তামিল ভাষায় লেখেন, আমার হৃদয় ভেঙে গেছে। অসহ্য, অবর্ণনীয় যন্ত্রণা ও দুঃখে কাতর আমি। কারুরে প্রাণ হারানো আমাদের প্রিয় ভাইবোনদের পরিবারের প্রতি আমার গভীর সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করছি। হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করছি।

থালাপতি বিজয়ের জনসভাকে ঘিরে বিশৃঙ্খলা এবারই প্রথম নয়। চলতি মাসের শুরুতে তামিল নাড়ুর ত্রিচি শহরে অনুষ্ঠিত হয় জনসমাবেশ। তখনও ব্যাপক জনসমাগমে থমকে যায় গোটা শহর।

এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে রাজ্যের ক্ষমতাসীন দল ডিএমকে থালাপতি বিজয়কে গ্রেফতারের দাবি জানিয়েছে।

/এটিএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin