ধর্ম অবমাননার মামলায় নচিকেতার বিরুদ্ধে যে রায় দিলো আদালত

ধর্ম অবমাননার মামলায় নচিকেতার বিরুদ্ধে যে রায় দিলো আদালত

দুই বাংলার জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে করা মামলার রায় ঘোষণা করা হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদের করা মামলাটি কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মামলার রায় ঘোষণা করেন বিচারপতি অজয় কুমার গুপ্ত।

আদালত সূত্রে জানা যায়, নচিকেতার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। মামলায় শুধু সামাজিক মাধ্যমের কিছু ক্লিপিংসকে ভিত্তি হিসেবে আনা হয়েছিল। সেখানে কোনো নির্দিষ্ট তারিখ বা স্থান উল্লেখ নেই।

ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার (অনলাইন) জানিয়েছে, ২০২৩ সালের মে মাসে বিশ্ব হিন্দু পরিষদের হয়ে মামলাটি করেছিলেন অনির্বাণ ভট্টাচার্য।

মামলায় বলা হয়েছিল– নচিকেতা একটি লাইভ কনসার্টে রামকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। এটি হিন্দু ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করেছে। তবে আদালত সেই অভিযোগের যথেষ্ট প্রমাণ পায়নি।

এ বিষয়ে বিচারপতি অজয় কুমার গুপ্ত বলেন, অভিযোগ গুরুতর হলেও কোনো কিছু প্রমাণিত হয়নি। শুধু সামাজিক মাধ্যমে সংক্ষিপ্ত ক্লিপিংসের ভিত্তিতেই মামলা দায়ের করা হয়েছে।

/এএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin