নিবন্ধনের দাবিতে নির্বাচন কমিশনের সামনে অনশনরত আমজনতা দলের তারেক রহমানকে হাসপাতালে পাঠিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ।
রবিবার (৯ নভেম্বর) তারেক রহমানকে দেখতে নির্বাচন কমিশনের সামনে যান বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ।
এরপর তাকে বুঝিয়ে অ্যাম্বুলেন্সে তুলে দেন তিনি। এ সময় তাকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যেতে বলেন।
তারেকের সঙ্গে দেখা করে সালাহ উদ্দিন আহেমেদ বলেন, ‘তোমাকে দরকার আছে আমাদের দেশের।’
এ সময় তারেককে ‘১৩৪ ঘণ্টার অনশন’ লেখা প্ল্যাকার্ড হাতে বসে থাকতে দেখা যায়। সালাহ উদ্দিন আহমেদ তাকে বুঝিয়ে অ্যাম্বুল্যান্সে তুলে দেন।