রাজধানীর ডেমরায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে গুরুতর অসুস্থ অবস্থায় এক ব্যক্তিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ব্যক্তির নাম খোকন মিয়া (৫০)। তিনি জেনারেটর ব্যবসায়ী। তার কাছে থাকা এক লাখ টাকা নিয়ে গেছে অজ্ঞান পার্টির সদস্যরা।
রবিবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে ডেমরা চৌরাস্তা এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন খোকন মিয়া।
ঢামেক পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, ডেমরা চৌরাস্তা এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন খোকন মিয়া। তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তার স্বজনদের খবর দেন। স্বজনরা তাকে প্রথমে হলি এইড হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন। বর্তমানে তিনি মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
সূত্র আরও জানায়, তার কাছে থাকা এক লাখ টাকা অজ্ঞান পার্টির সদস্যরা নিয়ে গেছে বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।