‘নতুন বাংলাদেশে এই ধরনের নির্বাচন আমরা চাই না’

‘নতুন বাংলাদেশে এই ধরনের নির্বাচন আমরা চাই না’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে অংশ নিচ্ছেন না সাবেক অধিনায়ক তামিম ইকবাল।  শুধু তামিম একা নন, কমপক্ষে ১০ জন প্রার্থী আজ বুধবার নিজেদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। এরা প্রায় সবাই বিএনপি সমর্থক ক্লাব প্রতিনিধি বলে বেশি পরিচিত। 

মনোনয়নপত্র প্রত্যাহারের সময় বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছিল। প্রত্যাহারকারীদের একজন এক্মিওম ক্রিকেটার্সের কাউন্সিলর ইসরাফিল খসরু পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করে বলেছেন, ‘বিসিবি নির্বাচনে নগ্ন হস্তক্ষেপ চলছে। নির্বাচনের কোনও পরিবেশ এখানে নেই। স্বেচ্ছাচারিতা করা হচ্ছে। নতুন বাংলাদেশে এই ধরনের কোনও নির্বাচন আমরা চাই না।’

এরপরই যোগ করে তিনি বলেছেন, ‘সরকারের একটি গোষ্ঠী এখানে হস্তক্ষেপ করছে। আপাতত এটুকুই বলতে পারি। শিগগিরই সংবাদ সম্মেলন করে বিস্তারিত বলবো আমরা।’

নির্বাচন নিয়ে সরকার ও তাদের মধ্যে পরোক্ষে একের পর এক সভা হলেও শেষ পর্যন্ত সমাধান হয়নি।  এ নিয়ে হাইকোর্টে রিটও হয়েছে।  

Comments

0 total

Be the first to comment.

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’ BanglaTribune | ক্রিকেট

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ জমজমাট দ্বৈরথের জন্ম দিচ্ছে। ক্ল্যাসিক দ্বৈরথে যেমন রসদ থাক...

Sep 13, 2025
ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন BanglaTribune | ক্রিকেট

ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন

এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। জয়ে বড় অবদান লিটন কুমার দাসের। ম্যাচ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin