নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় ইলিশ ধরায় ২ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় ইলিশ ধরায় ২ জেলের কারাদণ্ড

চাঁদপুরের হাইমচর মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে দুই জেলেকে ২০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ অক্টোবর) ভোরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বরূপ মুহুরি।

অভিযান পরিচালনাকারী হাইমচর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ বি এম আশরাফুল হক জানান, হাইমচর উপজেলার মাঝির বাজার সংলগ্ন এলাকায় মাওয়া থেকে আগত একটি ২০০ সিসির স্পিডবোটে করে অবৈধভাবে ইলিশ ধরা চলছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই জেলেকে আটক ও স্পিডবোটটি জব্দ করা হয়। এ সময় বোট থেকে প্রায় ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ফেলা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক দুই জেলেকে ২০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। জব্দ স্পিডবোটটি হাইমচর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিযানে কোস্টগার্ড হাইমচর নয়ানী আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার সানোয়ার হোসেন ও তার সদস্যরা সহযোগিতা করেন।

এসআরএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin