নির্বাচনকালীন নিরপেক্ষতা নিশ্চিতে ‘দলীয়’ উপদেষ্টাদের অপসারণ চাইল বিএনপি

নির্বাচনকালীন নিরপেক্ষতা নিশ্চিতে ‘দলীয়’ উপদেষ্টাদের অপসারণ চাইল বিএনপি

ঢাকা: নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকারকে সম্পূর্ণভাবে নিরপেক্ষ রাখতে সরকারের মধ্যে যদি কোনো ‘দলীয় ব্যক্তি’ বা ‘উপদেষ্টা’ থেকে থাকেন, তাদের অপসারণের দাবি জানিয়েছে বিএনপি।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান।

মির্জা ফখরুল বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে অর্থবহ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য করতে হলে অন্তর্বর্তী সরকারকে এখনই তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে। এজন্য প্রথমেই প্রয়োজন, প্রশাসন যে পুরোপুরিভাবে নিরপেক্ষ— সেই ধারণা জনগণের মধ্যে তৈরি করা।

বৈঠকে উপদেষ্টা পরিষদে থাকা ছাত্র উপদেষ্টাদের সরানোর দাবি তোলা হয়েছে কি না জানতে চাইলে বিএনপি মহাসচিব জানান, তারা নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম উল্লেখ করেননি।

তিনি আরও জানান, পুলিশের নতুন নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখার অনুরোধও করা হয়েছে প্রধান উপদেষ্টার কাছে।

বিচার বিভাগ সম্পর্কেও মতামত দেন মির্জা ফখরুল। তিনি বলেন, যেহেতু প্রধান উপদেষ্টা সবকিছুর দায়িত্বে রয়েছেন, তাই বিচার বিভাগেও নিরপেক্ষ বিচারকদের দায়িত্ব দেওয়ার কথা আমরা বলেছি।

এর আগে সন্ধ্যা ৬টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসে বিএনপির প্রতিনিধিদল। বিএনপি মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

এসবিডব্লিউ/এইচএ/

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin