নির্বাচনী ইশতেহারে নিরাপদ সড়ক ব্যবস্থাপনার অঙ্গীকারের দাবি তরুণদের

নির্বাচনী ইশতেহারে নিরাপদ সড়ক ব্যবস্থাপনার অঙ্গীকারের দাবি তরুণদের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে নিরাপদ সড়ক ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে তরুণরা।

‘ওয়ার্ল্ড ডে অব রিমেমব্রেন্স ফর রোড ট্রাফিক ভিক্টিমস’ উপলক্ষে রবিবার (১৬ নভেম্বর) বিকাল ৫টায় রাজধানীর শ্যামলী মাঠের সম্মুখ সড়কে আয়োজিত তরুণ পদযাত্রা ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে এই দাবি ওঠে।

ঢাকা আহ্ছানিয়া মিশনের ‘ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং’ এই কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে উপস্থিত তরুণ শিক্ষার্থীরা বলেন, ‘প্রতিদিন যে সংখ্যক মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে, তা এখন মহামারীর পর্যায়ে পৌঁছেছে। সড়কব্যবস্থায় সবচেয়ে ঝুঁকিতে রয়েছে তরুণ জনগোষ্ঠী, এবং তাদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ সড়ক দুর্ঘটনা। তাই ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে একটি সমন্বিত ও কার্যকর নিরাপদ সড়ক ব্যবস্থাপনা এখন সময়ের দাবি।’

তরুণ শিক্ষার্থীরা আগামী নির্বাচনকে সামনে রেখে সকল রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন ও যথাযথ বাস্তবায়নের প্রতিশ্রুতি থাকা প্রয়োজন বলে উল্লেখ করেন।

তরুণদের এই মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি, তাদের পরিবারের সদস্য, ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা সড়কে আহত-নিহতের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে একটি শক্তিশালী ও কার্যকর ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়নের জোর দাবি জানান।

এর আগে দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ‘সেফ সিস্টেম অ্যাপ্রোচ’ ও সড়ক নিরাপত্তা বিষয়ে তরুণদের একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin