নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীদের সতর্ক করে দিলেন জয়নুল আবদিন ফারুক

নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীদের সতর্ক করে দিলেন জয়নুল আবদিন ফারুক

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, আমরা সংঘর্ষ চাই না, কিন্তু কেউ যদি আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করে, তাহলে তা সহজে মেনে নেওয়া হবে না। বিএনপি সেই ষড়যন্ত্র প্রতিহত করার জন্য প্রস্তুত আছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশের উদ্যোগে ‘জোরপূর্বক গুমের ঘটনাগুলো দ্রুত তদন্ত ও বিচার প্রক্রিয়ার অগ্রগতির দাবিতে’ আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে ফারুক বলেন, আপনারা আশ্বস্ত করেছেন যে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন হবে। সেই নির্বাচন বাস্তবায়নে যেন কেউ আপনাদের পথচলায় বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়ে সতর্ক থাকুন। আপনারা ১৮ কোটি মানুষের সঙ্গে আছেন, কাজেই কারও কথায় কান না দিয়ে নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করুন।

তিনি আরও বলেন, নির্বাচনের মাত্র তিন মাস আগে এমন একটি পরিস্থিতি তৈরি হচ্ছে, যা নির্বাচনকে ব্যাহত করতে পারে। এই ষড়যন্ত্রকারীদের বিষয়ে আরও সতর্ক হতে হবে।

বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম তুলে ধরে ফারুক বলেন, বিএনপি ছোট দল নয়। শহীদ জিয়ার আদর্শের এই দল বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৬ বছর হাঁটু পানিতে দাঁড়িয়ে আন্দোলন করেছে। নেতাকর্মীরা পুলিশের ভয়ে কবরস্থানে ঘুমিয়েছে, রিকশা চালিয়ে জীবন চালিয়েছে। বিএনপিকে অবহেলা করে নির্বাচন নিয়ে সংশয় সৃষ্টি করলে তা প্রতিহত করার মতো সৎ সাহস ইনশাল্লাহ আমাদের আছে।

সাবেক এই চিফ হুইপ আরও বলেন, আমাদের বন্ধু যারা গণতন্ত্রের জন্য লড়েছেন, তাদের বলব— দেশ যখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তখন এমন কোনও সংশয় সৃষ্টি করা যাবে না যাতে নির্বাচন বানচালের দায় আপনাদের ওপর পড়ে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের বক্তব্য উদ্ধৃত করে ফারুক বলেন, আমরা এমন কোনও কাজ করতে চাই না, যার ফলে জুলাইয়ের গণঅভ্যুত্থানের রক্ত বৃথা যায় বা হিন্দুস্থান (ভারত) যেন আবার বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের সুযোগ না পায়।

ফারুক অভিযোগ করে বলেন, যারা ১৬ বছর ‘আয়না ঘর’ বানিয়েছিল, গুম-খুন করেছে—চৌধুরী আলম, ইলিয়াস আলীকে গুম করেছে—তাদের গ্রেফতার করা হয়নি। এই সরকার গত এক বছর চার মাসে তাদের কয়জনকে আইনের আওতায় আনতে পেরেছে? তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, “আর দেরি নয়, দ্রুত জাতীয় নির্বাচন দিন। সংখ্যাগরিষ্ঠতা পেলে নতুন সরকার গঠন করে আমরা গুম-খুনের সঙ্গে জড়িতদের এবং বিচার বিভাগ ধ্বংসকারীদের বিচার করব।

নাগরিক সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি বাদল সরকার। আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ, দলটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল এবং সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী।

ডিএইচবি/এমজে

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin