নিজের পাতা ইঁদুর মারা ফাঁদে প্রাণ হারালেন ঘেরমালিক

নিজের পাতা ইঁদুর মারা ফাঁদে প্রাণ হারালেন ঘেরমালিক

সাতক্ষীরা: অন্যের জমি হারি নিয়ে মাছের ঘেরে সবজি চাষ করেছিলেন রথীন্দ্রনাথ রপ্তান (৫২)। সবজি ক্ষেতে ইঁদুরের উপদ্রব ঠেকাতে বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন তিনি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রথীন্দ্রনাথ একই গ্রামের মৃত শচীন্দ্রনাথ রপ্তানের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, রথীন্দ্রনাথ রপ্তান বাড়ির সামনের একটি ঘেরের বেড়িতে বিভিন্ন সবজি চাষ করেন। সবজি ক্ষেতে ইঁদুরের উপদ্রব দেখা দেওয়ায় সম্প্রতি তিনি চারপাশে বৈদ্যুতিক ফাঁদ পাতেন। বৃহস্পতিবার বিকালে রথীন্দ্রনাথ বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। সন্ধ্যা হওয়ার পরও বাড়িতে না ফেরায় তার স্ত্রী তাকে খুঁজতে বের হন। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তার স্ত্রী তাকে ঘেরের পানিতে পড়ে থাকতে দেখেন। পরে তার স্ত্রীর ডাক-চিৎকারে স্থানীয় ও পরিবারের লোকজন তার মরদেহ মাছের ঘের থেকে উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য দেবাশীষ গায়েন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এমআরএম

 

 

 

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin