নাচোলে দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

নাচোলে দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুরে দুপক্ষের সংঘর্ষে মিলন (৩৫) নামে বিএনপির এক কর্মী নিহত হয়েছেন।   এ ঘটনায় আহত হয়েছেন ১৩ হন।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে বিএনপির দুপক্ষের সংঘর্ষে মিলনসহ ১৪ জন গুরুতর আহত হয়ে রামেক হাসপাতালে ভর্তি হন।

নিহত মিলন ওই উপজেলার ফতেপুর ইউনিয়নের মারকইল, সাহাপুকুরের মহল্লার নওসেদ আলির ছেলে। মিলন চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আ. সালাম তুহিনের সমর্থক ছিলেন।  

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বোন তাঞ্জিলা বেগম।  

স্থানীয় সূত্র জানায়, গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন ও সাবেক এমপি আমিনুল ইসলামের সমর্থকদের মধ্যে। এরই ধারাবাহিকতায় গত তিনদিন আগে আমিনুলের সমর্থক তরিকুল, কামরুল, শফিকুলকে মারধর করেন তুহিনের সমর্থকরা। এরই জের ধরে মঙ্গলবার সকালে পাল্টা হামলা করে আমিনুলের সমর্থকরা। এতে আহত হন অন্তত ১৪ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। আহতদের মধ্যে গুরুতর আটজনকে রামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মিলনের মৃত্যু হয়।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, এলাকায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। মিলনের পারিবারিক সূত্রে এবং বিভিন্ন সূত্রে জানা গেছে যে মিলন সংঘর্ষে আহত হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় মামলা দায়ের করেনি। তবে কোনো পক্ষ মামলা না করলে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করবে।  

এদিকে পুলিশ বিএনপির দুপক্ষের দ্বন্দ্বের জেরে সংঘর্ষ দাবি করলেও প্রতিপক্ষ ওই দুই নেতা বিষয়টি জমি-জমা সংক্রান্ত বিরোধ বলে দাবি করেছেন। ** নাচোলে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

এসআরএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin