মৌলভীবাজার পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে অলিউর সভাপতি, মনোয়ার সম্পাদক

মৌলভীবাজার পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে অলিউর সভাপতি, মনোয়ার সম্পাদক

মৌলভীবাজার পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে মো. অলিউর রহমান সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোয়ার আহমদ রহমান নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে মো. অলিউর রহমান পেয়েছেন ৪২৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে মনোয়ার আহমদ রহমান পেয়েছেন ৩৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সালাম আহমেদ জিতু পেয়েছেন ২৪৫ ভোট।

সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সারওয়ার মজুমদার ইমন।  তার প্রাপ্ত ভোট ৫৫২ ভোট।  তার নিকট তম প্রতিদ্বন্দ্বী রুনু আহমদ পেয়েছেন ৪৬ ভোট।  

সিনিয়র যুগ্ম সম্পাদক পদে মো. কামাল আহমদ ২৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুর রশীদ পান ১৩৭ ভোট৷ সাংগঠনিক সম্পাদক পদে রেজাউল করিম রেজা ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাফিজুর রহমান শাহীন পেয়েছেন ১০১ ভোট।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এম নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, নির্বাচন কমিশনার মুজিবুর রহমান মজনু, আবুল কালাম বেলালসহ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যান্য নেতারা।

প্রধান নির্বাচন কমিশনার মো. ফখরুল ইসলাম জানান, কাউন্সিলে মোট ভোটার ছিলেন ৬৩৯ জন। এর মধ্যে উৎসবমুখর পরিবেশে ৬০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের নেতৃত্ব নির্বাচিত করেন।

বিবিবি/এএটি

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin