মোটরসাইকেলকে চাপা দেওয়ায় কলেজছাত্রের মৃত্যু, ট্রাকে আগুন দিলো জনতা

মোটরসাইকেলকে চাপা দেওয়ায় কলেজছাত্রের মৃত্যু, ট্রাকে আগুন দিলো জনতা

রাজশাহীতে ট্রাকচাপায় নাইম ইসলাম (২৩) নামে মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় রোহান ইসলাম (২২) নামে আরেক আরোহী আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ হয়ে ট্রাকটিতে আগুন দিয়েছেন স্থানীয় লোকজন।

শনিবার (১৫ নভেম্বর) বিকালে নগরের চৌদ্দপাই বিহাস মোড়ে রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাইম ইসলাম (২৩) রাজশাহী কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ও নগরীর মাসকাটাদিঘী এলাকার মো. সাধুর ছেলে। আহত রোহান একই এলাকার সাইফুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর বিমানচত্বর এলাকায় একটি আইটি সেন্টারে কাজ করতেন নাইম। সেখানের যাওয়ার জন্য মোটরসাইকেলযোগে বন্ধু রোহানকে নিয়ে রওনা হন। বিহাস মোড়ে পৌঁছালে একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ট্রাকটির নিচে চাপা পড়েন নাইম।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, ‌‘ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে একজন নিহত ও আরেকজন আহত হন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনতা ট্রাকটিতে আগুন দেয়। সেটি পুলিশের হেফাজতে নেওয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

Comments

0 total

Be the first to comment.

রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ভোট গ্রহণ, নিরাপত্তায় থাকবে দুই হাজার পুলিশ BanglaTribune | রাজশাহী বিভাগ

রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ভোট গ্রহণ, নিরাপত্তায় থাকবে দুই হাজার পুলিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ...

Sep 16, 2025

More from this User

View all posts by admin