দেশবরেণ্য ১২ গীতিকবিকে নিয়ে ‘গীতিজীবন’

দেশবরেণ্য ১২ গীতিকবিকে নিয়ে ‘গীতিজীবন’

দেশবরেণ্য ১২ জন গীতিকবির জীবনীভিত্তিক একটি গ্রন্থ লিখেছেন গীতিকবি ও সাংবাদিক মাহমুদ মানজুর। তিনি এর নাম রেখেছেন ‘গীতিজীবন’। এতে রয়েছে গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান, মুনশী ওয়াদুদ, মনিরুজ্জামান মনির, লিটন অধিকারী রিন্টু, নাসির আহমেদ, জাহিদুল হক, শহীদ মাহমুদ জঙ্গী, কবির বকুল, আসিফ ইকবাল, শহীদুল্লাহ ফরায়জী, জুলফিকার রাসেল ও প্রয়াত গাজী মাজহারুল আনোয়ারের সাক্ষাৎকারধর্মী জীবনালেখ্য।

আজব প্রকাশের পঞ্চম বর্ষপূর্তি অনুষ্ঠানের বিশেষ উপহার হিসেবে এই প্রতিষ্ঠানের ব্যানারে ‘গীতিজীবন’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের চতুর্থ তলার মিলনায়তনে এই আয়োজনে অতিথি ছিলেন গীতিকবি মুনশী ওয়াদুদ ও লিটন অধিকারী রিন্টু। পরে যোগ দেন আরেক গীতিকবি কবির বকুল।

গীতিকবি মুনশী ওয়াদুদ মনে করেন– এমন গ্রন্থ বর্তমান প্রজন্মের জন্য তো বটেই, বাংলা সংগীত ইতিহাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার ভাষ্য, ‘মাহমুদ মানজুর দিনের পর দিন খেটে আমাদের সঙ্গে কথা বলে তিল তিল করে অসম্ভব ধৈর্য নিয়ে এই অসাধ্য সাধন করেছেন। যেটি গ্রন্থের পাতাগুলোতে চোখ রাখলেই স্পষ্ট হয়। আমি গ্রন্থেটির একজন অংশীদার হতে পেরে সুখ বোধ করছি।’

একইভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন আরেক কিংবদন্তি গীতিকবি লিটন অধিকারী রিন্টু। তিনি বলেন, ‘আমার জীবনের গল্প এই গ্রন্থে যেভাবে তুলে ধরেছেন লেখক, সেটি পড়লে আমি আবেগতাড়িত হয়ে পড়ি। কারণ, আমি নিজেও নিজের জীবনকে এভাবে উল্টে দেখিনি। লেখক এই গ্রন্থে যাদের জীবনচিত্র তুলে ধরেছেন, তারা প্রত্যেকেই বাংলা গানে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাদের সম্পর্কেও অজানা তথ্য জানতে পারলাম। আমার বিশ্বাস, বাংলাদেশের সংগীত ইতিহাসের এক অসামান্য দলিল হয়ে থাকবে এই গ্রন্থ।’ jwARI.fetch( $( "#ari-image-jw691876cb0109f" ) ); ‘গীতিজীবন’ প্রসঙ্গে লেখক মাহমুদ মানজুর বলেন, ‘সংবাদমাধ্যম ও গীতিকবিতায় ২৫ বছর ধরে লিখছি। এরমধ্যে বছর তিনেক ধরে একটা দরকারি গ্রন্থ তৈরির তাগিদ অনুভব করলাম। যেটা কেউ আগে করেনি। সেই ভাবনা থেকে দেশের গুণী ১২ জন গীতিকবির জীবনচিত্রের প্রায় পুরোটাই এই গ্রন্থে তুলে ধরার চেষ্টা চালিয়েছি। গীতিকবিদের নিয়ে এর ধারাবাহিকতা সামনেও রক্ষা করতে চাই।’

আজব প্রকাশের নির্দিষ্ট বিক্রয়কেন্দ্র ছাড়াও ‘গীতিজীবন’ পাওয়া যাবে রকমারিসহ গ্লোবাল ডিজিটাল আউটলেটগুলোতে। প্রতিটি কপির দাম ৬০০ টাকা। বইটির প্রচ্ছদ করেছেন হামীম কেফায়েত।

Comments

0 total

Be the first to comment.

এক টিকিটে তিন নাটক! BanglaTribune | বিনোদন

এক টিকিটে তিন নাটক!

নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য সন্ধ্যা অপেক্ষা করছে! চারুনীড়ম থিয়েটার উদযাপন করতে যাচ্ছে তাদের ১০০তম ম...

Sep 13, 2025

More from this User

View all posts by admin