রাজধানীর মোহাম্মদপুরর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকা থেকে ৬টি পেট্রোল বোমা ও ৪টি ককটেল উদ্ধার করেছে র্যাব-২। র্যাবের দাবি, এসব বোমা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউনকে ঘিরে নাশকতার প্রস্তুতি হিসেবে রাখা হয়েছিল।
বুধবার (১২ নভেম্বর) র্যারে পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়, র্যাব-২ এর সিপিএসসি ইউনিটের একটি বিশেষ অভিযান চালিয়ে সন্ধ্যা ৬টার দিকে বুদ্ধিজীবী কবরস্থানের পাশে একটি স্থানে সন্দেহজনক ব্যাগ পায়। তল্লাশি করে সেখানে মোট ১০টি বিস্ফোরক দ্রব্য (৬টি পেট্রোল বোমা ও ৪টি ককটেল) উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক ধারণা, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ডাকা ১৩ নভেম্বরের লকডাউনকে কেন্দ্র করে একদল দুর্বৃত্ত মোহাম্মদপুর, তিনরাস্তামোড় ও রায়েরবাজার এলাকায় নাশকতা করার উদ্দেশ্যে এসব বিস্ফোরক দ্রব্য মজুত করেছিল।
র্যাব কর্মকর্তারা বলেন, “উদ্ধারকৃত বোমাগুলোর বিস্ফোরণ ক্ষমতা যথেষ্ট বেশি, যা জনসমাগমপূর্ণ এলাকায় ব্যবহার করা হলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারতো।”
উদ্ধারের পর র্যাব হেডকোয়ার্টারের বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধারকৃত পেট্রোল বোমা ও ককটেলগুলোর ধ্বংস প্রক্রিয়া শুরু করেছে।
র্যাব জানিয়েছে, ঘটনাটি নিয়ে নাশকতার পরিকল্পনা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।