লালমনিরহাটের পাটগ্রামে ভুয়া চিকিৎসকের ৬ মাসের জেল

লালমনিরহাটের পাটগ্রামে ভুয়া চিকিৎসকের ৬ মাসের জেল

লালমনিরহাট করেসপনডেন্ট:

লালমনিরহাটের পাটগ্রামে বিএমডিসি নিবন্ধন ছাড়াই অবৈধভাবে প্রতারণামূলক চিকিৎসা সেবা প্রদানের অপরাধে এক ভুয়া চিকিৎসককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ অক্টোবর) পাটগ্রাম উপজেলার ইসলামী ব্যাংক পাটগ্রাম শাখার নিচতলায় রহমত ফার্মেসি সংলগ্ন ব্যক্তিগত চেম্বারে এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলার ঝানজাইল এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমানের ছেলে জিল্লুর রহমান জুয়েল (৩৫), বৈবাহিক সূত্রে প্রায় ৮ বছর ধরে পাটগ্রাম উপজেলার সাহেবডাঙ্গা এলাকায় বসবাস করে আসছেন। তিনি দীর্ঘদিন ধরে পাটগ্রাম বাজারে কোনো বৈধ সনদপত্র বা নিবন্ধন ছাড়াই ব্যবস্থাপত্র লিখে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত কুমার রায় বলেন, তিনি দীর্ঘদিন ধরে কোনও নিবন্ধন ছাড়াই চিকিৎসা সেবা দিয়ে আসছেন, এমন তথ্য পাওয়ার পর বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। পরে তিনি দেশের প্রচলিত আইন অনুযায়ী ওই ভুয়া ডাক্তারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ জানান, জনগণের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এ ধরনের অবৈধ ও প্রতারণামূলক চিকিৎসা সেবার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

/এএইচএম

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin