রাজধানীর কড়াইল বস্তির আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি প্রয়োজন মেটাতে ৫০ লাখ টাকা সহায়তা দিচ্ছে ব্র্যাক। ব্র্যাককর্মীরা কড়াইল বস্তির ক্ষয়ক্ষতি নিরূপণ করছেন এবং ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে সহায়তা দিচ্ছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্র্যাক সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকেছে। কড়াইলসহ ঢাকার বিভিন্ন বস্তিতে অগ্নিকাণ্ড ও অন্যান্য দুর্যোগে নগদ অর্থসহ প্রয়োজনীয় সহায়তা দিয়েছে। দুর্যোগের ধরণ এবং স্থানীয় মানুষের প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়ার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষকে আরও সক্ষম করে তুলতেও কাজ করে চলেছে ব্র্যাক।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল ৫টা ২২ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। একে একে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট গিয়ে পাঁচ ঘণ্টা চেষ্টার পর রাত ১০টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আজ সকাল সাড়ে ৯টায় ১৬ ঘণ্টা পর আগুন সম্পূর্ণ নেভানোর কথা জানায় স্থংস্থাটি। আগুনে ১ হাজার ৫০০ ঘর পুড়ে গেছে।