রাজধানীর কড়াইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তির নেতারা। এ সময় তারা ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে সংগঠনের সদস্য সচিব ডা. জাহেদুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে যুবশক্তির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় ডা. জাহেদুল ইসলাম ফায়ার সার্ভিস কর্মী এবং ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন। তিনি তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
যুবশক্তি সূত্রে জানা গেছে, এই আগুনে সংগঠনের বনানী থানার তিন কর্মীর বাসাও পুড়ে গেছে। নেতারা তাদের পরিবারের সঙ্গেও দেখা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান, কেন্দ্রীয় সংগঠক শাকিল আহমেদ অলক, রাফায়েত রোমান, আরিফ মুন এবং বনানী থানার নেতাকর্মীরা।