কণ্ঠশিল্পী জেনস সুমনের অকাল প্রয়াণ

কণ্ঠশিল্পী জেনস সুমনের অকাল প্রয়াণ

অকালে প্রাণ হারালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জেনস সুমন। ২৮ নভেম্বর বিকাল ৪টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে মারা গেছেন তিনি।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কণ্ঠশিল্পী কিশোর পলাশ।

‘একটা চাদর হবে’ খ্যাত এই শিল্পীর প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’ প্রকাশ হয় ১৯৯৭ সালে। এরপর ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’সহ অনেক জনপ্রিয় গান উপহার দেন তিনি।

২০০৮ সালে প্রকাশিত হয় জেনস সুমনের সর্বশেষ অ্যালবাম ‘মন চলো রূপের নগরে’। এরপর লম্বা বিরতি নেন অজানা কারণে। অবশেষে ১৬ বছর পর ২০২৪ সালে প্রকাশ পায় তার নতুন গান ‘আসমান জমিন’। কথা ছিল নিয়মিত গানে থাকবেন। যে কথার ইতি টানলেন বড্ড অকালে, আজই (২৮ নভেম্বর)।

Comments

0 total

Be the first to comment.

এক টিকিটে তিন নাটক! BanglaTribune | বিনোদন

এক টিকিটে তিন নাটক!

নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য সন্ধ্যা অপেক্ষা করছে! চারুনীড়ম থিয়েটার উদযাপন করতে যাচ্ছে তাদের ১০০তম ম...

Sep 13, 2025

More from this User

View all posts by admin