সার্ক কালচারাল সেন্টার (SCC) প্রথমবারের মতো আঞ্চলিক সম্মেলন ‘সার্ক হেরিটেজ ফোরাম ২০২৫’ আয়োজন করেছে। “SAARC Cultural Heritage Forum: Promoting Regional Art, Culture, Heritage Sites, Museums, and Archives” শিরোনামে তিন দিনব্যাপী (৩০ সেপ্টেম্বর – ২ অক্টোবর) এই আঞ্চলিক সম্মেলন দক্ষিণ এশিয়ার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, সুরক্ষা ও প্রচারের লক্ষ্যে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। jwARI.fetch( $( "#ari-image-jw68dbab2aa0847" ) ); আজ কলম্বো ন্যাশনাল মিউজিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার মাননীয় প্রধানমন্ত্রী ড. হরিণী আমারাসুরিয়া, প্রফেসর হিনিদুমা সুনীল সেনেভি, শ্রীলঙ্কার বুদ্ধ সাসনা, ধর্মীয় ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী, শ্রীলঙ্কার পররাষ্ট্র সচিব, পররাষ্ট্রমন্ত্রী, উপমন্ত্রী এবং শ্রীলঙ্কার ভারতস্থ হাইকমিশনার। এছাড়াও উপস্থিত ছিলেন সার্ক সদস্য রাষ্ট্রগুলোর মাননীয় রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ, ICOM ন্যাশনাল কমিটি, ইউনেস্কো, বিদেশি মিশনের প্রতিনিধি, বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ, সাংস্কৃতিক ঐতিহ্য বিশেষজ্ঞ ও গবেষকরা।১ ও ২ অক্টোবর কলম্বোর কিংসবারি হোটেলে কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করবেন সার্কের ৮টি সদস্য রাষ্ট্রের জাতীয় প্রত্নতত্ত্ব ও ঐতিহ্য কর্তৃপক্ষের উচ্চপদস্থ কর্মকর্তা, খ্যাতিমান ঐতিহ্য বিশেষজ্ঞ এবং ICOM ন্যাশনাল কমিটির প্রতিনিধিরা।
বাংলাদেশের ৪ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন, বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান লাল এবং বিশেষজ্ঞ সদস্য হিসেবে যোগ দিচ্ছেন অধ্যাপক মাসউদ ইমরান।
jwARI.fetch( $( "#ari-image-jw68dbab2aa0885" ) ); ফোরামের আলোচনায় নির্ধারিত হবে:
এই উদ্যোগের মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলো যৌথ সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণ ও পুনর্জাগরণের জন্য একটি সুসংহত আঞ্চলিক কাঠামো তৈরি করতে পারবে। পাশাপাশি এটি সাংস্কৃতিক পর্যটন, শিক্ষা, গবেষণা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে, যা পুরো অঞ্চলের ঐতিহ্য সংরক্ষণে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলবে।