খুলনায় ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা

খুলনায় ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা

খুলনা: খুলনায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ডলি বেগমকে (৪৫) ছুরি দিয়ে হত্যা করেছেন স্বামী মো. নাজমুল হাসান মোল্লা (৫০)।

বৃহস্পতিবার (২৩) ভোরে মহানগরীর লবণচরার ৪ নাম্বার কাশেম সড়ক সবুজপল্লীর মুসলিমার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম বাংলানিউজকে বলেন, স্বামী নাজমুল হাসান ছুরি দিয়ে স্ত্রীকে এলোপাতারি জখম করে হত্যা করে। নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ঘাতক স্বামীকে স্থানীয়রা গাছের সাথে বেঁধে রেখে পরে পুলিশের কাছে সোপর্দ করেন।

পুলিশ জানান, দাম্পত্য কলহের জেরে স্বামী নাজমুল হাসান মোল্লা তর্ক বিতর্কের এক পর্যায়ে ডলি বেগমকে ধারালো ছুরি দিয়ে গলায়,বাম গালে, বাম সাইডে বুকে, কোমরের ডান সাইডে রক্তাক্ত জখম করে। প্রতিবেশীরা ডলি বেগমের চিৎকার শুনতে তার ঘরে গিয়ে দেখেন তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন । ডলি বেগমকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডলি বেগমের স্বামীকে প্রতিবেশীরা ধরে রাখে এবং পুলিশের কাছে সোপর্দ করেন।

 

এমআরএম

 

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin