খুলনা বিভাগের ৪৬ জন সাংবাদিক ও তাদের পরিবারকে কল্যাণ ট্রাস্টের অনুদান প্রদান

খুলনা বিভাগের ৪৬ জন সাংবাদিক ও তাদের পরিবারকে কল্যাণ ট্রাস্টের অনুদান প্রদান

যশোর: খুলনা, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া ও মেহেরপুর জেলার ৪৬ জন সাংবাদিক ও সাংবাদিক পরিবারকে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক প্রদান করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় যশোরের জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এই চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ। এতে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের প্রশাসন ও অর্থ বিভাগের উপপরিচালক এবিএম রফিকুল ইসলাম, যশোরের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত।

সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সাবেক সেক্রেটারি ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহসভাপতি রাশেদুল ইসলাম, সাবেক যুগ্ম মহাসচিব নুর ইসলাম এবং সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম।

অনুষ্ঠানের শেষ পর্বে পরিবেশ ও সামাজিক কর্মকান্ডে অবদান রাখায় সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি শহীদ জয়ের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

এসএইচ  

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin