খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন বিএনপি মহাসচিব

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন বিএনপি মহাসচিব

বিএনপির চেয়ারপারসন খালেদার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে এভার কেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজ নিতে যান ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, মেডিক্যালল বোর্ডের তত্ত্বাবধায়নে সিসিইউ-তে দেশি-বিদেশি চিকিৎসকরা খালেদা জিয়ার চিকিৎসা করছেন।

দায়িত্বশীল কারও বক্তব্য ছাড়া বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্যগত কোনও সংবাদ না করতে দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

 

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin