‘খাগড়াছড়িতে সম্প্রীতি রক্ষায় জনগণ উদাহরণ সৃষ্টি করেছে’

‘খাগড়াছড়িতে সম্প্রীতি রক্ষায় জনগণ উদাহরণ সৃষ্টি করেছে’

খাগড়াছড়ি: সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেছেন, খাগড়াছড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় স্থানীয় জনগণ এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। আমরা স্থানীয় জনগণের একটি বিজয় দেখতে পাচ্ছি।

বৃহস্পতিবার (২ অক্টোবর) শেষ দিনে পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরিদর্শনকালে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলামসহ সেনাবাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে তিনি বলেন, খাগড়াছড়ি শহর ও জেলার সাধারণ মানুষ মিলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা প্রতিহত করেছে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা চলাকালে সম্ভাব্য সমস্যা সবাই মিলে প্রতিহত করেছে। শেষ তিন-চারদিন যেভাবে জনগণ ঐক্যবদ্ধভাবে পূজা উদযাপন করেছে, তা বাংলাদেশের অন্যান্য এলাকার জন্যও দৃষ্টান্ত হয়ে থাকবে।

রিজিওন কমান্ডার আরও বলেন, আজ দুর্গাপূজা শেষ হচ্ছে। আগামী দিনগুলোতে সবাই স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যাবেন—এমন প্রত্যাশা করছি। জনজীবন স্বাভাবিক থাকবে এবং আমরা এগিয়ে যাবো।

পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি পূজা উদ্যোক্তা ও মণ্ডপ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজা উপলক্ষে উপহার বিতরণ করেন।

এডি/জেএইচ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin