কদমতলীর জুরাইন চেয়ারম্যান বাড়ি এলাকায় দৃর্বত্তের গুলিতে মো. শাহিন (৩১) নামে এক ফার্নিচার দোকান কর্মচারী আহত হয়েছেন।
শনিবার (২২ নভেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে চেয়ারম্যান বাড়ি ডলফিন স্কুলে সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যায় চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা এলাকার আহতের পরিচিত মাইন উদ্দিন হাসান বলেন, ‘বিকালে কে বা কারা ওই যুবককে মাথায় গুলি করে। এ সময় সে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে উদ্ধার করে হাসপাতালে আনা হয়।’
কদমতলী থানার উপপরিদর্শক এস আই নাঈম আহমেদ বলেন, ‘কে বা কারা তাকে গুলি করে আহত করেছে তাৎক্ষণিক জানা যায়নি। আহতকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
এস আই আরও বলেন, ‘তদন্তের পর প্রকৃত কারণ বলা যাবে।’