কবি হাসান হাফিজের ৭১তম জন্মদিন আজ

কবি হাসান হাফিজের ৭১তম জন্মদিন আজ

ঢাকা: আজ সত্তর দশকের কবি ও সাংবাদিক হাসান হাফিজের ৭১তম জন্মদিন। ১৯৫৫ সালের ১৫ অক্টোবর তিনি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের এলাহিনগর গ্রামে জন্মগ্রহণ করেন।

প্রায় পাঁচ দশক ধরে তিনি সাংবাদিকতা করছেন। কর্মজীবন শুরু হয় দৈনিক বাংলায় (আদি)। বর্তমানে তিনি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক।

হাসান হাফিজের অনেক পরিচয়- কবি, প্রাবন্ধিক, রম্যলেখক, অনুবাদক, সংগঠক, গবেষক, শিশুসাহিত্যিক ও সাংবাদিক। পেশায় সাংবাদিক হলেও নেশা তার লেখালেখি। মৌলিক ও সম্পাদিত মিলিয়ে দুই শতাধিক গ্রন্থ এরই মধ্যে প্রকাশিত হয়েছে।  

তার কবিতা অনূদিত হয়েছে ফরাসি, স্প্যানিশ, চীনা, জাপানি, জার্মান, আরবি, ফার্সি, উর্দু, হিন্দি এবং চাকমা ভাষায়।

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) আয়োজিত অনুষ্ঠানে ‘হাসান হাফিজ: সত্তরের সকালে’ নামক সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে।  

বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  

এমআইএইচ/এসআই  

Comments

0 total

Be the first to comment.

প্রিয় সক্রেটিস | জিসাত আরা  Banglanews24 | শিল্প-সাহিত্য

প্রিয় সক্রেটিস | জিসাত আরা 

নিশীথের অন্ধকারে যে প্রেমের দীপশিখা জ্বালিয়েছি, তাতেই মরণ তোমার। তুমি জেগে আছো সেই অগ্নিশিখায় মরতে।দ...

Oct 02, 2025
বিপরীত ঘূর্ণির অনুপাত Banglanews24 | শিল্প-সাহিত্য

বিপরীত ঘূর্ণির অনুপাত

তখনো স্বপ্ন ছিল ক্ষুধার চেয়ে বড় তপ্ত দুপুরে পুড়েছিলে তুমি, আমার ছিল ঝোড়ো বিকেলের ভার।   কাঁটা পাহাড়ে...

Sep 19, 2025

More from this User

View all posts by admin