প্রিয় সক্রেটিস | জিসাত আরা 

প্রিয় সক্রেটিস | জিসাত আরা 

নিশীথের অন্ধকারে যে প্রেমের দীপশিখা জ্বালিয়েছি, তাতেই মরণ তোমার। তুমি জেগে আছো সেই অগ্নিশিখায় মরতে।

দাবানলে ছাই হওয়ার ফন্দি আঁটছে তোমার মন! তুমি বড্ড ভুলোমনা, তাইতো দর্শনে তুমি চিনতে পারোনি আমায়। সক্রেটিস তুমি আবার এসো মনস্থির করে, তবে এবার যেন দর্শন ভুলে আমায় ঠিক চিনতে পারো।

জানি জাগতিক এই প্রেম তোমায় দিয়েছে নিছক যন্ত্রণা, আত্মিক প্রেমের যে মুক্তির স্বাদ সক্রেটিস, তুমি কি ভুলে গেছো? এত দর্শনের কী করব আমি, যাতে প্রেমের দেখা মেলেনি!

উড়নচণ্ডী এই কবিকে অন্তত একবার কাছে ডাকতে, তবে জগত সংসার উদ্ধার হতো, হয়তো প্রকৃতি খুঁজে পেতো পূর্ণতা। তারপর নিশীথের অন্ধকারে যে প্রেমের দীপশিখা জ্বালিয়েছি, তাতে রোজ পুড়ে মরতাম দুজন না হয় অন্তত আদরে জিইয়ে রাখতাম! কবিতার ভাজে ভাজে এতো ভণিতা ছেড়ে, নাহয় রইতাম তোমাতে ডুবে।

তৃষার্ত এই চোখে তুমি এক প্রেম দরিয়া, চোখে চোখ রাখতে তবে ঠিক বুঝতে সে টান। এখন যে চেগান দেয় মন গৃহত্যাগী জোছনা দেখলে তা আগে কেনো বোঝো নাই? সক্রেটিস, তোমার কবি সাঁতার জানে না— তাই তোমার প্রেমদর্শনে ডুবে মরার সাধ জাগে তাঁর!

এমজেএফ

Comments

0 total

Be the first to comment.

বিপরীত ঘূর্ণির অনুপাত Banglanews24 | শিল্প-সাহিত্য

বিপরীত ঘূর্ণির অনুপাত

তখনো স্বপ্ন ছিল ক্ষুধার চেয়ে বড় তপ্ত দুপুরে পুড়েছিলে তুমি, আমার ছিল ঝোড়ো বিকেলের ভার।   কাঁটা পাহাড়ে...

Sep 19, 2025
ফ্যাসিস্ট আমলে লেখক নির্যাতনের তথ্যপ্রমাণসহ গ্রন্থ প্রকাশের উদ্যোগ Banglanews24 | শিল্প-সাহিত্য

ফ্যাসিস্ট আমলে লেখক নির্যাতনের তথ্যপ্রমাণসহ গ্রন্থ প্রকাশের উদ্যোগ

২০০৮ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ফ্যাসিস্ট শাসনামলে কবি, সাহিত্যিক, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের ওপর...

Sep 20, 2025

More from this User

View all posts by admin