কাশিমপুর কারাগারে আ.লীগ নেতার মৃত্যু

কাশিমপুর কারাগারে আ.লীগ নেতার মৃত্যু

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা আওয়ামী লীগের এক নেতা মারা গেছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সুপার আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মারা যাওয়া ব্যক্তির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মারা যাওয়া ওই নেতার নাম মুরাদ হোসেন (৬৫)। তার বাড়ি রাজধানীর মিরপুরের পাইকপাড়া এলাকায়। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও কাউন্সিলর ছিলেন।

কারাগার সূত্রে জানা গেছে, মুরাদ হোসেনের বিরুদ্ধে তিনটি মামলা আছে। মিরপুর থানা–পুলিশ তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠায়। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কারাগারের মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে পরীক্ষা–নিরীক্ষা করে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে বিকাল ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ ময়নাতদন্তের জন্য কলেজের মর্গে রাখা হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin