রাজধানীর কামরাঙ্গীরচর আলিনগর এলাকায় তৃতীয় তালার ছাদ থেকে পড়ে শাহানারা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢাসেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মৃতের মেয়ে শিল্পী বেগম জানান, রবিবার দুপুরে গোসল করে তিন তলার ছাদে গিয়েছিলেন তার মা। পরে সেখান থেকে অসাবধানতাবসত পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যতর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।